জাফলংয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ এমসি কলেজ ছাত্রের লাশ উদ্ধার

এসটিভি ডেস্ক:: জাফলংয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ এমসি কলেজ ছাত্র আকিকুর রহমান অনিকের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ডুবুরীরা তার লাশ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি।

অনিক সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামের ধলা মিয়ার ছেলে। অনিক তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সিলেটের আম্বরখানা এলাকায় বসবাস করে আসছে।

পারিবারিক সূত্র জানায়, অনিক ও তার ৮ জন বন্ধু মিলে শুক্রবার দুপুরে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে যায়। এক পর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়।সিলেটের সকাল)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা