নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় : আজকের তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডাব নোয়াখালী জেলা শাখা সেমিনারটি আয়োজন করেন।
এডাবের জেলা সভাপতি মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিগণ তাদের মতামত তুলে ধরেন।
বক্তাগণ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রতি গুরুত্বারোপ করেন।
Leave a Reply