হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মঞ্জু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি লাখাই গ্রামের বাসিন্দা । সোমবার বিকেলে স্থানীয় বটতলা নামক স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে এ দুর্ঘটনা ঘটে।এতে আহত হয় আরও ৫ জন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বামৈ বাজার থেকে যাত্রী নিয়ে লাখাই গ্রামের উদ্দেশ্যে একটি ইজিবাইক ছেড়ে যায়। ইজিবাইকটি বটতলা নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় এর যাত্রীরা আহত হলে গুরুতর অবস্থায় মঞ্জু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডা. এনামুল হক জানান, মঞ্জু মিয়াকে হাসপাতালে নিয়ে পৌঁছার আগেই তিনি মারা যান।
Leave a Reply