কানাইঘাট প্রতিনিধি:: সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সাথে পবিত্র ঈদ-উলূ-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। গত শুক্রবার বিকাল ৫টায় সিলেট হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের গোপালটিলার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, ইউপি আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম, ইউপি সদস্য তমিজ উদ্দিন, ব্যবসায়ী হাজী বিলাল উদ্দিন, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর প্রধান শিক্ষক আফতাব উদ্দিন প্রমূখ।
এ সময় উপজেলার সৌন্দর্য্যরে লীলাভূমি লোভাছড়া সহ লক্ষীপ্রসাদ ইউপির পাহাড়ী অঞ্চলের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের কাছে নানা তথ্য তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। তাছাড়া এলাকার মানুষের র্দীঘদিনের দাবী যোগাযোগ ব্যবস্থার সমস্যা নিয়ে আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বিগত কয়েক বছর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের প্রচেষ্টায় ইতিমধ্যে মুলাগুল হারিছ একাডেমীর নতুন ভবন নির্মাণ ও কালীজুরী, নুনছড়ার ব্রীজ সহ মুলাগুল-সুরইঘাট রাস্তা পাকা করণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মস্তাক আহমদ পলাশ।
এ সময় আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ লোভানদীর উপর মুলাগুল বাসীর স্বপ্নের ব্রীজের কথা তুললে মাননীয় সংসদ সদস্য বলেন, কানাইঘাটের বৃহত্তর এ এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে এলজিডির প্রধান প্রকৌশলী খলিলুর রহমানের সাথে স্বাক্ষাতে আলাপ হয়েছে। আগামী জুলাই মাসে ব্রীজ নির্মাণের জন্য মাটি পরীক্ষা সহ এর প্রাথমিক কার্যক্রম শুরু হবে। তবে লোভা ব্রীজের কার্যক্রম আরো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এলাকার সকলের উপস্থিতিতে মস্তাক আহমদ পলাশকে সংশ্লিষ্ট দফতরে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেন।
Leave a Reply