কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট সাতবাঁক ইউপি’র উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঠিকাদার আব্দুল মান্নান সিলেটের কুলাউরায় বরণচাল এলাকায় গতকাল রবিবার রাতে ট্রেন র্দুঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ট্রেন র্দুঘটনায় কিছুটা আহত হন এ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান। তিনি জানান আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোয়নপত্র সংগ্রহ এবং নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করার জন্য রবিবার রাতে সিলেট থেকে উপবন ট্রেনে করে ঢাকার যাওয়ার পথে ট্রেন র্দুঘটনার শিকার হন তিনি। তার বগিতে দুই জন র্দুঘটনায় নিহত হন এবং তার পাশে থাকা সবাই গুরুত্বর আহত হলে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। সোমবার ঢাকায় গিয়ে তিনি দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং সেখানে একটি প্রেইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। আব্দুল মান্নান জানান সকলের দোয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। এজন্য মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করার জন্য মঙ্গলবার বাদ এশা নিজবাড়ী জুলাই নয়ামাটি গ্রামে মিলাদ দোয়া মাহফিল ও শিন্নি বিতরণের আয়োজন করা হয়। চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান তার ইউনিয়নের সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন। ট্রেন র্দুঘটনার পর সবাই আব্দুল মান্নানের খোজঁখবর নেন। প্রসঙ্গত যে, স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আব্দুল মান্নান সাতবাঁক ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি পরপর দুই বার সতন্ত্রপ্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হতে না পারলেও বিপুল সংখ্যক ভোট পেয়েছেন। তার বিশ^াস জনপ্রিয়তা বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। জানা গেছে সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাতবাঁক ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এড. আব্দুল খালিক, আব্দুল মান্নান, আব্দুল নুর কুটই এর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
Leave a Reply