নবীগঞ্জ সংবাদদাতা::নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আওয়ামীলীগ যখন রাষ্ট ক্ষমতায় আসে এ দেশের মানুষের ভাগ্যেও উন্নয়ন হয়। তিনি বলেন,ইনাতগঞ্জ পুলিশ ফাড়ি দেখে গেলাম। বিবিয়ানা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় এখানে গাইডওয়াল নির্মাণ করে দেয়া হবে।
তিনি গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,আওয়ামীলীগ নেতা আমুন উদ্দিন,তহির উদ্দিন,জাতীয়পার্টির সভাপতি সিরাজ উদ্দিন প্রমূখ।
এর আগে তিনি ইনাতগঞ্জ দিঘীরপাড় সড়কে ১ কোটি ৫লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসী কাজে অনিয়ম হচ্ছে বলে সংসদ সদস্যর কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন,কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা। সঠিকভাবে কাজ না করলে বিল দেয়া হবেনা।
Leave a Reply