মঙ্গলবার বিকেল ৩টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয় হল রুমে সার্টফিকেট বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেবরন বাংলাদেশ এর গ্যাস প্লান্ট সুপারিন্টেন্ডেন্ট আশিক এস রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়্যার হাউজ সুপারভাইজার অমিয় ভূষন ভট্টাচার্য, শেভরন বাংলাদেশ এর এসিস্টেন্ট ম্যানেজার ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট এন্ড কমিউনিকেশন হাসান ইমাম আকন্দ, কমিউনিটি এনগেজমেন্ট সিনিয়র কর্ডিনেটর মোরাদ আহমদ। নাদামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান,উপজেলা আওয়ামীলীগের সদস্য রাকিল হোসেন প্রমূখ।
অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,সি ই ও এন্ড লিড ট্রেইনার মাহবুব আলম।
রাস্তায় দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন যানবাহনের চালকদের প্রশিক্ষন শেষে ৯০ জন চালকদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন অতিথিবৃন্দ। ইতিপূর্বে১ম ও ২য় ব্যাচের চালকদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
Leave a Reply