জামাল মিয়া, ভৈরব প্রতিনিধি ॥ ভৈরবে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বেড়িয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মাছে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সেলিম খান, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক, গজারিয়া ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমূখ, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক কাজী মাছুম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলাচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, আমাদের সমাজে বাল্য বিবাহ রোধ করতে নারীদের এগিয়ে আসতে হবে। নারীরা এগিয়ে আসলে বাল্যবিবাহ অনেকাংশে কমে যাবে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা ১৮কোটিতে দাড়িঁয়েছে। তাই ২টি সন্তানের বেশি সন্তান নেওয়া ঠিক হবেনা
Leave a Reply