এসটিভি ডেস্ক::হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলাসহ নবীগঞ্জ-বাহুবলবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুরাতনকে পিছনে ফেলে নতুন বছর সকলের জন্য শুভ বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করতে যাচ্ছি। আনুষ্টানিকভাবে আমরা ২০২১সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের গরীব দুখী মানুষের মুখে হাসি ফুটানো।
এটাকে বুকে ধারন করে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেভাবে উন্নয়ন বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন নতুন বছরে তার সুযোগ্য নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বছরে সকলের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হবে। তিনি নতুন বছরে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply