নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণরের চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রাম থেকে জয়শ্রী রায় (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্রী ছিল।
রোববার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে জয়শ্রীর বাবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জয়শ্রী রায় ওই গ্রামের মৃত দুর্লভ বিহারির মেয়ে।
তার মা সীমান্ত রায়, গতবছর ফেনীর দাগনভূঁয়ার কমল দাসের সাথে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের ২৭দিন পর কমল দক্ষিণ আফ্রিকায় চলে যায়। যাওয়ার পর থেকে তার সাথে কমলের সম্পর্ক ভাল যাচ্ছিল না। এর মধ্যে জয়শ্রী জানতে পারে কমলের আরো একটা বউ আছে। ঘটনাটি মোবাইলে জানানোর পর কমল জয়শ্রীর সাথে খারাপ আচরণ করে আসছিলো।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন জানান, জয়শ্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply