হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরের হাওড়ের নৌকা ডুবে ২ নারীর মৃত্যু ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া হাওড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ফজল হকের স্ত্রী সায়েরা খাতুন(৬০) একই গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী সৈয়দ বানু(৬২)। আহতরা হলেন আক্কাছ মিয়ার স্ত্রী আনু বেগম(৩৫), মাহমুদা বেগম (৫০) ,সাফিয়া বেগম (৬০) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত সায়েরার ছেলে আক্কাছ মিয়া জানান, ওইদিন চিতনা গ্রাম থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ৩০ জন আরোহী নিয়ে আখাউড়া খমড়পুর মাজার ওরশে যাবার সময় মাধবপুর উপজেলার ধনকুড়া হওড়ে পৌছালে যাত্রীদের চাপে নৌকার মাচাং ভেঙ্গে নৌকাটি ডুবে কিছু জায়গা ভেঙ্গে যায়। এ সময় নৌকাতে থাকা যাত্রীরা নৌকার উপর থেকে দ্রুত নামতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
এ সময় নৌকার যাত্রীদের চিৎকার শুনে ধনকুড়া গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক সায়েরা ও সৈয়দ বানু কে মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply