নোয়াখালী প্রতিনিধি::জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা বোর্ড সদস্য ও জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্মকর্তা এম.এ করিম, যুব রেডক্রিসেন্টের প্রধান আবদুল আজিজ পুলকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় রক্তদান করেন। এখান থেকে পাওয়া রক্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
Leave a Reply