কানাইঘাট প্রতিনিধি ঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কানাইঘাটে মহিলা আওয়ামলীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভাস্থ ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা বেগমের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম জালালী, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি ফাহেরা বেগম, আসমা বেগম, সালমা বেগম, যুগ্ম সম্পাদক রুকশানা বেগম, সেলি বেগম, সাংগঠনিক সম্পাদক সিরাজুন নেছা, আনোয়ারা বেগম, প্রচার সম্পাদক জয়তুন নেছা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দিপ্তীরানী বক্তব্য রাখেন। এ ছাড়াও আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply