নোয়াখালী প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীকে সামনে নিয়ে নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সোমবার জেলা শহর মাইজদীর রশিদ কলোনী এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাস ভবনে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটর ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, সেচ্ছাসেবক জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, সরকারি দল ও পুলিশ যৌথভাবে বিএনপি ও এর অংগসংগঠনে প্রকাশ্যে কেনো সভা-সেমিনার করতে দেয় না। তারপরও সকল বাঁধা উপেক্ষা করে আজকের এ আয়োজন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করবে। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী থেকে তাদের নেত্রীকে মুক্ত করে আনার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply