আশাহীদ আলী আশা:: নবীগঞ্জ উপজেলা বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামে জমি নিয়ে বিরুধের জের ধরে দু’ পক্ষের মধ্যে মারামারির বিষয়টি শালিস মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। এতে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বুধবার রাতে বাগাউড়া গ্রামের ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী দুলন মিয়ার বাড়িতে দুই পক্ষের বিরোধ নিস্পতির লক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশী বৈঠকে উপস্থিত ছিলেন বাগাউড়া গ্রামের বিশিষ্ট সালিশ বিচারক আওয়ামীলীগ নেতা জাকারিয়া হোসেন বকুল, ৫ নং ওয়ার্ড মেম্বার ও কাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, হাজী দুলন মিয়া মেম্বার, সাবেক মেম্বার আলিফ উদ্দিন কাশেম মিয়া। তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বিভিন্ন পেশার মানুষ।
উল্লেখ্য গত ২০ আগস্ট মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা বাগাউড়া গ্রামের হাজী ইলিয়াস মিয়া ও একই গ্রামের ময়না মিয়ার মধ্যে জমি নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে দু’ পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
Leave a Reply