নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,পূরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের বিআরডিবি ও টাউন হল মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মৌমাছি কচি কাঁচার মেলার সভাপতি দেলওয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে বিআরডিবিতে আলোচনা সভা ও চত্রিাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, জেলা প্রশাসক তন্ময় দাস ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল।
অন্যদিকে, নোয়াখালী সম্মেলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোরের উদ্যেগে টাউন হল মোড়ে আলোচনা সভা ও চত্রিাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারা জয়বাংলাকে জাতীয় ধ্বনি হিসেবে সংসদে পাস করার দাবি জানান ।
Leave a Reply