সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফার্মবাজার সড়কে সিএনজি দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীসহ ৫জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী সুরঞ্জন দাশ (১৭) ও আখি (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়,বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের মেঘেরকান্দি গ্রামের কীর্তি নায়রন কলেজের ২শিক্ষার্থী সুরঞ্জন ও আখি বুধবার (১৮ এপ্রিল) সকালে এইচএসসি পরীক্ষা দিতে সিএনজি যোগে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসছিলেন।
তাদের বহন করা সিএনজিটি উক্ত সড়কের বাগাউড়া গ্রামের নিকটে এসে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিটি(অটোরিক্সা) উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় সিএনজিতে থাকা ৫জনই আহত হন। গুরুতর আহত পরীক্ষার্থী ২জনকে ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply