জামাল মিয়া ভৈরব প্রতিনিধি: ভৈরব উপজেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি: এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব বাজারে জামেমসজিদ মার্কেটের ৪র্থ তলা রোটারী ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি আতিক আহম্মেদ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ট সমবায়ী ও ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ভৈরব সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি: এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি রাফিউল আলম মঈন সদস্য সাজ্জাদ ইবনে সুলায়মান, সদস্য সেলিম আহমেদ সদস্য মোঃ ফজলুল হক সদস্য মোঃউছমান গণি এছাড়াও সাধারণ সদস্য ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত পরিষদের ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।এদিকে, অভিষেক অনুষ্ঠান ঘিরে আনন্দমুখর পরিবেশের মধ্যেদিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।
Leave a Reply