নোয়াখালী থেকে নবীন:নোয়াখালীর কবিরহাট উপজেলা স্থগিত নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে পথ সভা করেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
শুক্রবার বিকালে কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন পশ্চিম সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে পথ সভায় ১৪ অক্টোবর অনুষ্ঠিত স্থগিত নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী কামরুন নাহার শিউলিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা পরিষদের নৌকার প্রার্থী কামরুন নাহার শিউলি, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,বন ও পরিবেশ সম্পাদক আমির হোসেনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Leave a Reply