নোয়াখালী প্রতিনিধি ঃনোয়াখালীর সদরের ভাটিরটেক গ্রামে চার সন্তানের জননী মনোয়ারা বেগম(৩৬) কে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী ফজলুল হক (৪৫)। এদিকে হত্যার অভিযোগে বেগমগঞ্জ চৌমুহনী থেকে বুধবার রাতে স্থানীয়রা খবর পেয়ে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধিন রয়েছে।
নিহতের পিতা সিরাজউদ্দিন জানান, প্রায় ১৯ বছর আগে ভাটিরটেক গ্রামের মজিবুল হকের ছেলে ফজলুল হকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে নির্যাতন করে আসছে সে। এখন বর্তমানে তার চারটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ১২ ই অক্টোবর মেয়েকে হত্যা করে বসত ঘরের ভিতরে বুতুরের সাথে ফাঁস লাগাইয়া রাখে এবং সে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে বাদী মন্তব্য করেন।
সুধারাম থানায় মামলা করার পর পুলিশ ঘটনার ৫ দিন পর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply