এসটিভি ডেস্ক::সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ সিএনজি চালক মামুন মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে উত্তম দাস (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের ধীরেশ দাসের ছেলে। তাকে থানায় ব্যাপক জিঙ্গাসাবাদ চলছে।
আজ রোববার সকালের দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ তাকে খানপুর এলাকা থেকে আটক করে।
সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুরের সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে। । তবে জগন্নাথপুর থানার পুলিশ এ বিষয়ে কোন তথ্য নিশ্চিত করেনি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে খানপুর নামকস্থানে একটি ডোবায় থেকে সিএনজি চালক মামুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। নিহত সিএনজি চালক জগন্নাথপুরের পাশ্বাবর্তী নবীগঞ্জের ইনাতগঞ্জ মধ্যসমেত গ্রামের আব্দুল মালিকের ছেলে। পরিবারের দাবি তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ডোবায় ফেলে দিয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।
Leave a Reply