বুলবুল আহমদ, নবীগঞ্জ প্রতিনিধি ॥ আমেরিকার একদল পরিদর্শক মার্কিন সিনেটরের একটি দল সিলেটে বেড়াতে এসে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জে,আই,সি স্যুট লিমিটেড পরিদর্শন করেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে ৪টায় ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি সুন্দর নগরস্থ জে,আই,সি স্যুটে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জে,আই,সি স্যুট এর চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবাসী সিনেটর লুইস সেপুলবেদ, সিনেটর জন লিউ, সিনেটর জেমস স্কুফিস, সিনেটর কেভিন পার্কার, সিনেটর লেরয় কমরি, সিনেটর সেপুলভেদের চিফ অফ স্টাফ সোফিয়া লা জৌনি, সিনেটর সেপুলবেদের পরিচালক নিপা রইস, সিনেটর স্কুফিসের চিফ অফ স্টাফ কার্লোস ভ্যালি, হবিগঞ্জ-১ নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য মো: শাহনেওয়াজ মিলাদ গাজী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ- বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, জে,আই,সি গার্মেস স্যুট এর ম্যানেজিং ডায়রেক্টর মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ডায়রেক্টর জয়নুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নবীগঞ্জ বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, জেনারেল ম্যানাজার জাহাঙ্গির আলম, এসিষ্টেন জেনারেল ম্যানাজার আব্দুল মন্নান,একাউন্টস অফিসার রাজন আহমদ চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে আমেরিকান পরিদর্শকদের নিয়ে পুরো গার্মেস ঘুরে ঘুরে দেখান জে,আই,সি স্যুট এর চেয়ারম্যান।
এ সময় পরিদর্শকরা জে,আই,সি স্যুট এর ভূয়সী প্রশংসা করে বলেন, জে,আই,সি স্যুটের নিরবিচন্ন পরিবেশ শৃঙ্খলা ও কাজের মান অত্যন্ত ভাল। বৃহত্তর সিলেটের মধ্যে জে,আই,সি, স্যুট লিমিডেট একটি সুনামধন্য প্রতিষ্টান, এর উত্তর উত্তর অগ্রগতি কামনা করছি। আমরা জে,আই,সি স্যুটের অতিতায়নে মুগ্ধ।
Leave a Reply