নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: :পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে র্যালীটি শহরের প্রধান সকল সড়ক প্রদক্ষিন করে পরে থানা প্রাঙ্গনে র্যালী শেষে আলোচনা সভায় যোগ দেন। থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং এস আই সমিরন চন্দ্র দাশ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমদ মুসা, আব্দুল মুহিদ চৌধুরী, মহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রেজভী আহমদ খালেদ, প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জাকির হোসেন, কবির মিয়া রোকেয়া বেগম, প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সারোয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, এম,মুজিবুর রহমান, মহিবুর রহমান চৌধুরী তছনু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে তে এমপি মিলাদ আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে। এমপি তার বক্তব্য নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের উপর সন্ত্রাসী হামালার নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরর দাবি জানান। হআলোচনা সভা শেষে থানা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। র্যালীতে নবীগঞ্জ হোমল্যান্ড স্কুল,নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়, হীরা মিয়া গার্লস হাই স্কুলের শতাধিক ছাত্রীরা অংশগ্রহন করেন।
Leave a Reply