ডেস্ক রিপোর্ট::ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির শাস্তির মুখে পড়তে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বিষয়ে সরকারের বিশেষ কিছু করার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ওর (সাকিব) যেটা উচিত ছিল, ওর সঙ্গে যখন যোগাযোগ করেছিল ও বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আসলে ও একটা ভুল করেছে। আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের আসলে কিছু করার থাকে না।”তিনি বলেন, “সাকিবের উচিত ছিল বিষয়টি আইসিসিকে জানানো। যখন তাকে প্রস্তাব দিয়েছিল তখন সাকিব গুরুত্ব দেয়নি। সাকিব ভুল করেছে।”
প্রধানমন্ত্রী বলেন, “একটা ভুল সে করেছে এটা ঠিক। বিসিবি বলেছে তার পাশে তারা থাকবে। খুব বেশিকিছু যে করণীয় আছে সেটা কিন্তু নয়।”
Leave a Reply