সিলেট প্রতিনিধি::সিলেট সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫ টি নতুন ইউনিটের পতাকা উত্তোলন করা হয়েছে।
রোববার (২২এপ্রিল) দুপুরে নতুন ইউনিটগুলো পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এসময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ-জামান।
এর আগে দুপুরে সেনা প্রধান সিলেট সেনানিবাসে পৌছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শণ করে ও সেনাপ্রধানকে সালাম জানায়।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাৃবাহিনী প্রধান মুক্তিদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সকল সেনাসদস্যকে সুশৃঙ্খল ও দক্ষ সদস্য হিসেবে গড়ে উঠার পাশাপাশি দেশের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
১৭ পদাতিক ডিভিশনের ৫ টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে সেনাবাহিনীর রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হয়েছে বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
Leave a Reply