নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও নিবাসী বিশিষ্ট সালিশ বিচারক, আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান চৌধুরী আর নেই। (ইন্নালিল¬াহি…. রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরাগ্য ব্যধিতে ভুগছিলেন। গতকাল শনিবার দুপুর ২:৪০ মিনিটের সময় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম খসরুজ্জামান চৌধুরীকে শেষবারের মতো একনজর দেখতে তার জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে অংশগ্রহণ করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোঃ শাহনওয়াজ মিলাদ এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পানিউমদা ইউ/পি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, ১৩নং পানিউমদা ইউ/পির সাবেক চেয়ারম্যান আব্দুল রহমান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান ওহী চৌধুরী, ইউপি যুবলীগের আহ্ববায়ক অনু আহমেদ, মোঃ মুহিত মেম্বার, মোঃ মুনসুর মেম্বার, ইউপি যুবলীগ নেতা মোঃ মাহবুবুল হাসান মামুন, নোমান আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply