নবীন , নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাসের ধাক্কায় মো.ইয়াছিন (৩৭), নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে বেগমগঞ্জের গাবুয়া এলকায় এ দূর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সে আজ একটি মামলায় হাজিরা দিতে মাইজদী যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয় পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছিল ও একই ইউপির নুর ইসলাম মাষ্টারের ছেলে।
অপরদিকে যুবদল নেতার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply