আশাহীদ আলী আশা::বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দেও বাজারে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপি আহবায়ক তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক বয়াত উল্লার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ চেšধুরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ণধাহবায়ক মুজিবুর রহমান সেফু,শিহাব আহমেদ চেšধুরী,ইউপি চেয়ারম্যান আশিক মিয়া,খালেদ আহমদ পাঠান,মতিউর রহমান পেয়ারা,সুহেল আহমেদ চেšধুরী,মজিদুর রহমান মজিদ প্রমখ। আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশনে বিএনপি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বয়াত উল্লা সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়। ৯ ওয়ার্ডের ৫জন করে মোট ৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারন সম্পাদক পদে জামাল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মেহবুব আলম মোশাহিদ নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আশিক মিয়া ও শিহাব আহমেদ চেšধুরী।
Leave a Reply