কানাইঘাট প্রতিনিধি ঃ যুক্তরাষ্ট্র মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি ছাত্র সংসদের সাবেক জিএস, মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টি এশিয়ান ককাসের ট্রেজারার এবং আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক প্রবাসী কমিউনিটি নেতা ড. খাজা শাহাব আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে কানাইঘাটের কৃতি সন্তান ড. খাজা শাহাব আহমদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায়, সেখানকার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণদার কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন মিশিগান অঙ্গরাজ্যের সভাপতি সংবর্ধিত প্রধান অতিথি ড. খাজা শাহাব আহমদ তার বক্তব্যে বলেন, সারা বিশে^র সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের বিকাশ সাধন, অর্থনৈতিক উন্নয়ন এবং নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য গণমাধ্যম মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ দেশ গঠনে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অপরাজনীতির বিরুদ্ধে যে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এজন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে সর্বক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, কানাইঘাট আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, এখানকার অনেক সন্তানরা প্রবাসে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেতৃত্বের মাধ্যমে কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করে যাচ্ছেন। কানাইঘাটে সাংবাদিকদের একটি সুপ্রতিষ্ঠিত প্রেসক্লাব রয়েছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি, যার মাধ্যমে কানাইঘাটের মানুষের আশা-আকাঙ্খা প্রতিফলিত হচ্ছে। শাহাব আহমদ স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যারা সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করে লুঠপাট, দুর্নীতি, দুর্বৃত্তায়ন করে যাচ্ছে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এসময় সাবেক ছাত্রনেতা ড. খাজা শাহাব উদ্দিন প্রেসক্লাবের উন্নয়নে তার ব্যক্তিগত পক্ষ থেকে ১ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষণার পাশাপাশি ক্লাবের ভবন নির্মাণে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারকে এগিয়ে আসার অনুরোধ জানান। ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংবর্ধিত অতিথি ড. খাজা শাহাব আহমদ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি সেখানকার বাংলাদেশী কমিউনিটিতে নেতৃত্বের মাধ্যমে কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করায় তার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে তাকে ক্লাবের সর্বোচ্চ পরিষদ উপদেষ্টা সদস্য হিসেবে মনোনীত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বারের আইনজীবি প্রেসক্লাবের আজীবন সদস্য এড. মামুন রশিদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন। ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সম্পাদক আব্দুন নুর, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, ক্লাবের ক্রীড়া-সাহিত্য ও প্রকশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আমিনুল ইসলাম, আলা উদ্দিন, শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ, মুমিন রশিদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরেরপাতা সিলেট ব্যুারো চীফ জয়নাল আবেদীন, আ’লীগ নেতা সাইফুল আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক খাজা শাহীন আহমদ শামীম, যুবলীগ নেতা তাজুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রলীগের সহ সভাপতি এম. আফতাব উদ্দিন, ছাত্রনেতা আরিফ আহমদ, হারুন রশিদ, দেলোয়ার, মায়রুফ প্রমূখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ড. খাজা শাহাব আহমদকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রসজ্ঞত, ড. খাজা শাহাব উদ্দিন গত ৬ই আগষ্ট যুক্তরাষ্ট্র মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির কাউন্সিলর পদে প্রথম বাংলাদেশী হিসেবে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা সামান্য ভোটে পরাজিত হন।
Leave a Reply