নবীগঞ্জ সংবাদদাতা:: নবীগঞ্জে গলায় ফাঁশ দিয়ে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। বোকেয়া বেগম উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের মৃত কুরাত উল্লার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়,গত রোববার রাত সাড়ে ৪টার সময় রোকেয়া বেগম নিজ ঘরের মাতরুমে যায়। বাতরুমের রডের সাথে গলায় উড়না দিয়ে আত্মহত্যা করে। সকালে ঘরের লোকজন রোকেয়া বেগমকে ফাঁশ লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছউদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। ময়না তদন্তের পর সন্ধায় রোকেয়া বেগমকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply