সংবাদদাতা::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি আজ শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসছেন। মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপিকে সংবর্ধনাসহ বরণ করতে প্রস্তুত ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়। পাশাপাশি প্রস্তুত রয়েছেন ইনাতগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত দুই দিন ধরে মন্ত্রীর ছবি সম্ভলিত গেইট ফেষ্টুন আর ব্যানারে ছেয়ে গেছে ইনাতগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির ফেন্ডেল।
ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম জানান, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে আসছেন। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন জানান, পরিকল্পনা মন্ত্রী মহোদয় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসছেন।
ইনাতগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একাধিক বৈঠক করেছি। দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। মন্ত্রী মহোদয়কে বরণ করতে বিদ্যালয়ের পাশাপাশি আমরাও প্রস্তুত।
Leave a Reply