সুনামগঞ্জ প্রতিনিধি::“মানবতাই শক্তি”এই স্লোগানকে সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের আয়োজনে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.মতিউর রহমান পীর,কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ,হায়দার চৌধুরী লিটন, মো.সিরাজুর রহমান সিরাজ,ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার প্রমুখ। ৪৭তম বার্ষিক সাধারণ সভা শেষে সহ-সভাপতি অ্যাডভোকেট মো.আফতাব উদ্দিন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.মতিউর রহমান পীর,সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ,অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা,হায়দার চৌধুরী লিটন,মো.সিরাজুর রহমান সিরাজ, সংকর চন্দ্র দাস-কে ২০২০-২২ ইং দুই বছর মেয়াদী নতুন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।
Leave a Reply