ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এ. এফ. এম. তৌহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কলেজটির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নাচ, গান, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার দেয়া হয়।
উল্লেখ্য, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষার জন্য অন্যতম প্রধান ভূমিকা রাখছে গাইবান্ধা জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান “গাইবান্ধা সরকারি মহিলা কলেজ”। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সালে। অতীত, ঐতিহ্য ও প্রচুর খ্যাতি অর্জনে গাইবান্ধা জেলা মহিলা কলেজটি নারীশিক্ষায় একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
Leave a Reply