হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে ঝড়ে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোক্তাদির হোসেন তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দিকে মাধবপুরে ঘুর্ণিঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় বিদ্যুতের একটি খুটি রাস্তায় হেলে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হাযদার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুতের তারে তাদের পা পড়ে। সাথে সাথে তারা বিদ্যুতস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply