নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে গতকাল সোমবার সকালে মাসিক আইনশৃঙ্খংলা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুলহক চৌধুরী সেলিম । বক্তব্য রাখেন, পৌর মেয়রআলহাজ্ব ছাবিরআহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গতিগবিন্দ্র দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, মুহিবুর রহমান হারুন,নজরুল ইসলাম,আব্দুল মুহিত চৌধুরী,আবু সাইদ এরলা মিয়া,সাজু আহমদ চৌধুরী,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারছুমিয়া,হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, শিক্ষা অফিসার সাদেক খান, উপজেলা জাতীয় পার্টি রআহবায়ক শাহ আবুলখায়ের, শেখ সইফা রহমান কাকুলী, শিক্ষক আশরাফুল আলম, কলেজ শিক্ষক হাবিব আহমেদ, প্রমূখ। সভায় করগাও ইউনিয়নের সাবেক মেম্বার লিটন দাশ ও তার ভাই এডঃ লিল্টু দাশ কর্তৃক বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা আত্নসাত এবং উপজেলা সমাজসেবা অফিসারের নাজেহাল করার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। গ্রাম্য আদালত বিষয়য়ে সচেতনাবৃদ্ধি করার লক্ষে প্রশিক্ষন ব্যবস্থা। শহরের মদেও পাট্রা মজসিদের পাশ থেকে সরিয়ে নেওয়া। পাহারও টিলাকাটা উপর ব্যবস্থা গ্রহন করা। ভুয়া ডাক্তারদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন, কুশিয়ারা বাধ নির্মানে তদারকি করা, শহরের যান যট নিরসনের ব্যবস্থা গ্রহনকরা, নবীগঞ্জ প্রেসক্লাবের ভবনের জায়গা নির্ধারন কওে ভবনের আশ্বাসসহ রোহিঙ্গা দেখলে থানায় খবর দেওয়াসহ বিভিন্নি বিষয়ে আলোচনা করা হয়। এয়াড়াও শাখাবরাক নদীসহ যে সকল সরকারীখাল, নদীভরাট করেঅবৈধ স্থাপনা তৈরি করা হয়েছেতা উচ্ছেদ অভিযানপরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply