সুনামগঞ্জ প্রতিনিধি::পৌর শহরের প্রিয়াংঙ্গন মার্কেটে বিল্ডিং নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। তার নাম মোঃ তারেক মিয়া(২০)। সে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নুরপুর আলমপুর গ্রামের মোঃ আমজদ আলীর ছেলে। বুধবার দুপুর পৌনে ২ টায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিক পক্ষ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরক্ত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শহরের হাছন নগরস্থ প্রিয়াংঙ্গণ মাকের্টের দোতলায় বিল্ডিং নির্মাণ কাজ করার সময় ঐ শ্রমিক লোহার রড নিয়ে যাওয়ার সময় পায়ে হোচট খেয়ে লোহার রড পাশের ৩৩ কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে সে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মার্কেটের মালিক জিসান এনায়েত রাজা চৌধুরী তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply