সুনামগঞ্জ প্রতিনিধি::
বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগের ফাইনাল খেলায় ফ্যান্টম ড্রাগনকে ৩৫-১৯ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ফ্যান্টম হিরোজ। আজ বৃহস্পতিবার বিকালে জেলা স্টেডিয়ামে লীগের ফাইনাল খেলায় ফ্যান্টম হিরোজ ১৬ গোলের ব্যবধানে ফ্যান্টম ড্রাগন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নাদের বখত,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা হ্যান্ডবল বিভাগের সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, হ্যান্ডবল লীগের পৃষ্ঠপোষক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, অ্যাড. নানু মিয়া, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, দিলারা বেগম, জেলা কাবাডি বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতাই, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল নোমানের, গোলাম সাবেরীন সাবু, মো.বুরহান উদ্দিন প্রমুখ। ৯ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইকবাল বখত সুমন,সেরা গোলদাতা মামুন আহমেদ অপু, সেরা গোল রক্ষক রকিবুল মিয়া।
Leave a Reply