বুলবুল আহমদ,:: ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মিনাজপুর নামকস্থানে সড়ক দূর্ঘটনায় নানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় মহাসড়কে ওই পাশে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলে তিনি। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথিমধ্যে অজ্ঞাত একটি দ্রুতগামী ঘাতক গাড়ি তার উপর দিয়ে চয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে আশাপাশের লোকজন এগিয়ে এসে মহাসড়কের দু’পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে লাশ তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। পরে প্রায় এক ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। নিহত নানু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের বাসিন্দা।
Leave a Reply