শাহ এস এম ফরিদ/আশাহীদ আলী আশা::নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের লিপাইগঞ্জ বাজার সংলগ্ন হিরো ব্রিক ফিল্ড অবৈধভাবে পরিচালনা করায় সিলেট পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুড়িয়ে দেয়া হয়েছে।
জানা যায়,জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের মিহির রায়সহ তার অন্য সহযোগিরা উল্লেখিত স্থানে কুশিয়ারা নদীর চরে সরকারী খাস জায়গায় বিশাল জায়গা নিয়ে অবৈধভাবে হিরো ব্রিক ফিল্ড স্থাপন করে ইটের ব্যবসা করে আসছেন। উক্ত ব্রীক ফিল্ডের বৈধ কোন কাগজপত্র না থাকায় গত সোমবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত সিলেট জলবায়ু ও পরিবেশ অধিদপ্তরে পরিচালক ইশরাত জাহান পান্নার নেতৃত্বে বোলডুজার দিয়ে ইট পোড়ানোর জন্য নির্মিত চুলা,চুল্লি ও ইট গুড়িয়ে দেয়া হয়।
জলবায়ু পরিবেশ অধিদপ্তরের পরিচাক ইশরাত জাহান পান্না জানান,অবৈধভাবে যারা ব্যাবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এ এস আই রুবেল হোসেনসহ একদল পুলিশ।
Leave a Reply