-
- জাতীয়
- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক ২টি অভিযান চালিয়ে দুই মাদক কারবারি আটক।
- আপডেট টাইম : February, 20, 2020, 5:40 pm
- 395 বার
নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ও রসুলপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে মনির হোসেন (৪৫) ও আরমান হোসেন সবুজ (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে ১৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আটককৃত মাদক কারবারিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, লক্ষ্মীনারায়নপুর গ্রামের কাজী বাড়ীর শরিয়ত উল্যার ছেলে মনির হোসেন ও রফিকপুর গ্রামের ফরিদ মিয়া বাড়ীর বেলাল হোসেনের ছেলে আরমান হোসেন সবুজ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে লক্ষ্মীনারয়নপুর ও রফিকপুর এলাকার মাদক কারবারিদের স্ব-স্ব বাড়ীতে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এসময় মনির হোসেনকে ১৪’শ ও আরমান হোসেনকে ১’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply