বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ সিলেট আন্তঃজেলা মাদক আবুল হোসেনকে র্যাব-৯ গ্রেফতার করেছে। শনিবার ৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট থানাধীন এলাকায় স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) র্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট থানাধীন বাঘের সড়ক খাগড়া এফআইডিবি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের দক্ষিন পাশের পাকা রাস্তার উপর থেকে ৬৭৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী বিপুল পরিমানে অবৈধ মাদক উদ্ধার ও আসামীকে গ্রেফতার করতে সক্ষম র্যাব- ৯। ধৃত আসামী সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাতু গ্রামের আব্দুল কাদিরের পুত্র মোঃ আবুল হোসেন (২২)। পরে র্যাব মাদক ব্যবসায়ীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে। খোজনিয়ে জানাযায়, মাদক ব্যবসায়ী আবুল হোসেন দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় করে আসছে।
Leave a Reply