নবীন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে নবম শ্রেণির এক শিক্ষার্থীর পিতার থেকে মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার দশঘরিয়া গ্রামের জয়নাল মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতেই চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম জানতে পারেন, উপজেলার দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর গায়ে হলুদের অনুষ্ঠানের খবর । পরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ বাল্য বিয়ে বন্ধ করতে অনুরোধ জানান। তারপরেও আজ বৃহস্পতিবার বিয়ের আয়োজন করা হয়। পরে তিনি বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে বর পক্ষের জন্য তৈরি খাবার গুলো পাশ^বর্তী এতিম খানায় পাঠিয়ে দেন।
Leave a Reply