নোয়াখালী জেলা প্রতিনিধি ঃ-নোয়াখালীতে বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ্যে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসন তন্ময় দাস, পুলিশ সুপার, জেলা আওযামীলীগ, সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন্ন সামাজিক সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সদর উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বেগমগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন এছাড়া নোয়াখালী পৌর ভবনের সম্মুখ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র সহ কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা শিল্পকলা একাডেমি মাঠে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়া কেকটাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে।
Leave a Reply