-
- জাতীয়
- হবিগঞ্জের বিচারকের স্যাম্পল আইইডিসিআরে
- আপডেট টাইম : March, 24, 2020, 4:26 pm
- 370 বার
হবিগঞ্জ প্রতিনিধি:করোনাভাইরাস সন্দেহে হবিগঞ্জের এক বিচারকের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৩ মার্চ) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বিচারকের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকালে হবিগঞ্জ আদালতের এক বিচারক অসুস্থ বোধ করলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে স্যাম্পল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।
সিভিল সার্জন আরও জানান, লক্ষণ অনুসারে ধারনা করা হচ্ছে, নেগেটিভ। তবে, সন্দেহ হিসেবে আমরা স্যাম্পল ঢাকায় পাঠিয়েছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply