ডেস্ক রিপোর্ট:দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ এক সম্মেলন তিনি এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানান, মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে। ফৌজদিরি কার্যবিধি ৪০১ ধারায় সাজা ছয় মাস স্থগিত করা হয়েছে। এ সময় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। তবে তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন না।
Leave a Reply