কানাইঘাট প্রতিনিধি :: নভেল করোনা ভাইরাসের সংক্রামক থেকে সবাইকে সচেতন থাকার জন্য কানাইঘাট বড়চতুল ইউনিয়নে ব্যাপক সচেতনতা মূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান আজ সোমবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বড়চতুল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পায়ে হেটে পরিদর্শন করেন নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা ফেরা এবং প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি সরকারি উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের হত দরিদ্র, প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন। তিনি বলেন সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যে অনুদান প্রদান করা হবে তা সচ্ছতার মাধ্যমে বিতরণ করা হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলী ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্যবৃন্দ। ইউপি চেয়ারম্যান আবুল হোসাইন বলেন সরকারি প্রতিটি নির্দেশনা তার ইউনিয়নে মেনে চলার জন্য জনগনকে সচেতন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান করোনা ভাইরাস সচেতন মূলক কার্যক্রমে সম্পৃক্ত থেকে তার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ছুটে যাওয়ায় ইউনিয়ন বাসীর পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply