হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। শনিবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। আক্রান্ত ব্যক্তি মাইক্রোবাস চালক । তিনি চট্রগ্রামের বাসিন্দা। তার নাম মোফাজ্জল মিয়া। তিনি স্ত্রী সন্তান নিয়ে নারায়নগঞ্জে থাকতেন। হবিগঞ্জের জেলা প্রশাসক জানান, শুক্রবার রাতে নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ গাড়িসহ ১৬ জনকে আটক করে হাসপাতালে নিয়ে আসে। পরে তাদেরকে রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এর মধ্যে এক জনের দেহে করোনার অস্থিত্ব পাওয়া গেছে। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন এবং জনপ্রতিনিধিদের নিয়ে রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেণ, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া হবিগঞ্জের জেলায় প্রবেশে করাকড়ি করা হয়েছে। প্রতিটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরো জানান, তার সাথে থাকা অপর ১৫ জন ও করোনা রোগীর সংস্পর্শে আসা পুলিশকেও কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দেয়া হয়েছে।
Leave a Reply