হবিগঞ্জ প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতিতেও হবিগঞ্জে চলছে মাদকের ব্যবসা। প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে মাদক ব্যবসায়ী চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসা। বানিয়াচং উপজেলার বিথঙ্গল হোসেনপুর গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওসমান মিয়াকে আটক করেছে পুলিশ। আজ বিকেল ৪টার বিথঙ্গল ফাঁড়ির এসআই আলমর হোসেন নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হলো-হোসেনপুর গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। এ সময় পুলিশ তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসআই আলম হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মাদক নিয়ে মোটর সাইকেলে আসার পথে রাস্তায় তার শরীর তল্লাসী চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে নিয়ে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, আটককৃত ওসমান মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নিজে মাদক সেবন ও তার সহযোগি দুলাল মিয়াসহ সেন্টিকেটের মাধ্যমে বিক্রি করে আসছে। এই সেন্টিকেটের মাদকের ব্যবসার কারণে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে।
Leave a Reply