জামাল মিয়া,ভৈরব প্রতিনিধি ॥ ভৈরব থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাজাঁ ও ইয়াবাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতাকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে ।
গ্রেফতারকৃতরা হলো পঞ্চবটি পুকুর পাড় এলাকার রুক্কু মিয়ার পুত্র দুলাল মিয়া (৪০),কমলপুর গ্রামের হেলু মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩২), লক্ষীপুর গ্রামের আঃ রহিম মিয়ার ছেলে আঃ জলিল (৫৫),জগন্নাথ পুর তাতার কান্দি গ্রামের নজরুল ইসলামের পুত্র সিরাজুল ইসলাম সিরাজ ( ৩০ ),ভৈরবপুর গ্রামের আব্বাস মিয়ার পুত্র পলাশ মিয়া (৩২), ধানিছ মিয়ার পুত্র সোলায়মান (৩০), সজীব মিয়া (২৮ ), আল-আমিন (৩৫),রবিন মিয়া (২৮ ) ,আলী হোসন (৪০ )সহ ১২ জন কে গ্রেফতার করেছে পুলিশ ।
এ সময় তাদেও কাছ থেকে ২ কেজি গাজাঁ ও ইয়াবা উদ্ধার করা হয় । এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানায় গত ১৮ মে থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা কওে ভৈরবের বিন্নি স্থানে অভিযান চালিয়ে তাদেও গেস্খফতার করা হয়েছে । গেস্খফতারকৃতদেও বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply