জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি:: প্রাণঘাতী সংক্রমণ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। ওনার শরীরে জ্বর অনুভব হলে ২জুন ভৈরব ট্রমা সেন্টার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ৪জুুুন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন গত ২জুন সংগ্রহকৃত নমুনার রিপোর্ট করোনায় পজেটিভ আক্রান্ত আসে। ডাক্তার পরামর্শে বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে আছেন। আতিক আহমেদ বলেন, ‘সবাই বলছে কাউকে বলো না। কেন বলব না? আমি তো কোনো দোষ করি নাই। আমি আপনাদের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছি। লকডাউনে যখন আপনারা বাড়িতে বসে সময় কিভাবে কাটাবেন তা নিয়ে দুশ্চিতাগ্রস্ত ছিলেন তখন আমি হয়তো কোনো কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির পাশে দাঁড়িয়েছি।হ্যা আমি কোভিড-১৯ পজিটিভ। এতে আমার কোনো লজ্জা বা ভয় বা আফসোস নাই। বরং আমি খুব গর্বিত। কারণ আমি শেষদিন পর্যন্ত কাজ করে এসেছি। এখন যদি মরেও যাই আমার আফসোস থাকবে না। কারণ আমি যে শপথ নিয়েছিলাম তা পালন করে এসেছি। আমি যতদিন পেরেছি আপনাদের জন্যে মাঠে কাজ করেছি। তিনি আরও বলেন, আমার মনে হল আমার নিজেরই স্যাম্পল পাঠানো দরকার, আমি সাথে সাথে স্যাম্পল পাঠিয়ে নিজেকে কোয়ারেন্টাইনড করেছি। আমার পক্ষে যতদূর সম্ভব মানুষ এড়িয়ে চলেছি। করোনা’র দূর্যোগ শুরু হওয়ার পর থেকে খেটে খাওয়া হতদরিদ্র পরিবার সহ নিম্নআয়ের মানুষের ঘরে খাবার পৌঁছাতে নিরলস পরিশ্রম করেছেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার হতদরিদ্র পরিবার মাঝে খাদ্য সামগ্রী ও নগন অর্থ বিতরন করেছেন। এখন তিনি নিজেয় করোনায় আক্রান্ত। তাছাড়াও দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ১২টি ওয়ার্ডে ভৈরব-কুলিয়ারচর সংসদও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার ও ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার উপজেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার পৌর শহরের মানুষের ঘরে ঘরে পৌছেঁ দিয়েছেন। তিনি ভৈরব বইমেলা পরিষদ সভাপতি, ভৈরব বাজার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন ছাড়াও তিনি কাকলী কচিকাঁচার মেলা, ভৈরব বিজয় মেলা, ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাছাড়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমবায় জমি বন্ধকী ব্যাংকের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালনসহ ৩০ বছর যাবত বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন। সুস্থ হয়ে আবার সকল দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চাই। এছাড়া এই নেতা ভিবিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব তিনি ব্যক্তিগত জীবনে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে দুর্দিনে মাঠ পর্যায়ে সরাসরি সক্রিয় ভুমিকা সহ দায়িত্ব পালন করেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করেছেন। উনি দ্রুত সুস্থ হয়ে ভৈরবের মানুষের সেবায় ফিরতে পারেন।
Leave a Reply